Posts

Showing posts from August 14, 2021

শিক্ষা তে স্বাধীনতা...

Image
ফিরিয়ে দাও আমার স্বাধীনতা..... ১৫ ই আগস্ট,২০২১, ভারতের ৭৫ তম স্বাধীনতা দিবস।ভারত সরকার সারাবছর ধরে ভার্চুয়ালি নানান প্রোগ্রাম রেখেছে। বিদ্যালয় ও ছাত্র ছাত্রীদের নিয়ে বেশীর ভাগ প্রোগ্রাম। করোনা আমাদের স্বাধীন চলাচল বন্ধ করে দূরে দূরে দূরত্ব বিধি মেনে চলার জন্য সবাইকে তালিম দিয়ে চলেছে। বিদ্যালয়ে সেই নিয়ম প্রবল ভাবে জারি করা হয়েছে। শুধুমাত্র শিক্ষক ও শিক্ষিকারা স্বাধীনতা দিবসে মতবিনিময় সভা করে স্বাধীনতা দিবসের মহান দিনটি কে উদযাপন করবে। Machkhanda High School President and H.M. Anindita and Bandana mam Me তাই এখানে আমি আমার ও আমাদের মতো করে কিছু বলার চেষ্টা করছি। আমি একটু গতানুগতিক ধারার বাইরে গিয়ে কয়েকটি কথা বলছি যা আমাকে বুঝতে শিখিয়েছে ,"আমি/আমরা এখনও পরাধীনতা থেকে মুক্ত নয়"। রাজ্য ও কেন্দ্রীয় দুই সরকারের মাঝে শিক্ষা আজ স্যান্ড‌উইচ। বাংলা মাধ্যমের পড়ুয়াদের  কাছে ভারত সরকারের প্রোগ্রাম গুলি পোঁছায়না।এই দু'বছর আরও বেশী করে এটা লক্ষ্য করলাম। সায়েন্স সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিতি খুবই কম। আজ বাংলার বহুল প্রচলিত সংবাদ পত্রে খাঁচা ঠিক রাখতে খরচের হিসাব রা