Posts

Showing posts from June 26, 2021

আমার প্রেসিডেন্সি

Image
  Presidency college হিন্দু হোষ্টেলে মৌলানা আজাদ কলেজের ছাত্র হয়ে থাকার ফলে বারে বারে প্রেসিডেন্সি কলেজ ছুঁয়ে দেখতে ইচ্ছে হতো, ভেতরে প্রবেশ করার ইচ্ছে জন্মাতো। হোষ্টেলের নানান ঘটনা, milieu,প্রেসিডেন্সি কলেজের জন্মদিন পালন, প্রিন্সিপালের সাথে মিটিং র জন্য ১৯৯৩-৯৮ অনেক বার প্রেসিডেন্সি কলেজের ভেতরে প্রবেশ করেছি, মনের মধ্যে থাকতো বহিরাগতের হীনমন্যতা । Me, Sourav,Suhit,Sudipta & Smarajit Milieu 1997 অনার্স পরীক্ষার খারাপ রেজাল্ট, BHU তে চান্স পাওয়ায় ভুলে যাই। অশোক কেশরীর সাথে বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে ভর্তির জন্য ট্রেনে বেনারস যাত্রা। ট্রেন লেট থাকায় ভর্তি না হতে পেরে ফিরে আসতে হয়।কল্যানী,প্রেসিডেন্সি,রাজাবাজার সায়েন্স কলেজে ফর্ম ফিল‌আপ করে ছিলাম, জানতাম হয়তো এম.এস.সি হবে না। সুইসপার্ক, রবীন্দ্রসরোবরের এক মেসে থাকা শুরু করলাম। জীবনের অঙ্কটা তখন বড্ড এলোমেলো। মৌলানা আজাদ কলেজের কেমিস্ট্রি ডিপার্টমেন্টের জুনিয়র রাহুল চ্যাটার্জ্জীর আমন্ত্রণ পেলাম কলেজের কেমিস্ট্রি ডিপার্টমেন্টের ফিস্টে। সেখানে ডি.এম স্যারের কাছে প্রেসিডেন্সি কলেজের এম.এস সি ভর্তির জন্য কাউন্সিলিংয়ের খবর পেলা