|
Presidency college |
হিন্দু হোষ্টেলে মৌলানা আজাদ কলেজের ছাত্র হয়ে থাকার ফলে বারে বারে প্রেসিডেন্সি কলেজ ছুঁয়ে দেখতে ইচ্ছে হতো, ভেতরে প্রবেশ করার ইচ্ছে জন্মাতো। হোষ্টেলের নানান ঘটনা, milieu,প্রেসিডেন্সি কলেজের জন্মদিন পালন, প্রিন্সিপালের সাথে মিটিং র জন্য ১৯৯৩-৯৮ অনেক বার প্রেসিডেন্সি কলেজের ভেতরে প্রবেশ করেছি, মনের মধ্যে থাকতো বহিরাগতের হীনমন্যতা ।
|
Me, Sourav,Suhit,Sudipta & Smarajit Milieu 1997 |
অনার্স পরীক্ষার খারাপ রেজাল্ট, BHU তে চান্স পাওয়ায় ভুলে যাই। অশোক কেশরীর সাথে বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে ভর্তির জন্য ট্রেনে বেনারস যাত্রা। ট্রেন লেট থাকায় ভর্তি না হতে পেরে ফিরে আসতে হয়।কল্যানী,প্রেসিডেন্সি,রাজাবাজার সায়েন্স কলেজে ফর্ম ফিলআপ করে ছিলাম, জানতাম হয়তো এম.এস.সি হবে না। সুইসপার্ক, রবীন্দ্রসরোবরের এক মেসে থাকা শুরু করলাম। জীবনের অঙ্কটা তখন বড্ড এলোমেলো। মৌলানা আজাদ কলেজের কেমিস্ট্রি ডিপার্টমেন্টের জুনিয়র রাহুল চ্যাটার্জ্জীর আমন্ত্রণ পেলাম কলেজের কেমিস্ট্রি ডিপার্টমেন্টের ফিস্টে। সেখানে ডি.এম স্যারের কাছে প্রেসিডেন্সি কলেজের এম.এস সি ভর্তির জন্য কাউন্সিলিংয়ের খবর পেলাম ও নানান ঘটনার পর ভর্তি হলাম।এ ইতিহাস পরে একদিন লেখা যাবে। ভর্তির জন্য হোষ্টেলে সুপার বরুন বাবুর সহযোগিতা অবশ্যই চিরকাল মনে থাকবে।
|
Super And Asst. Super in super quarter |
মোটামুটিভাবে শেষের দিকে প্রেসিডেন্সি কলেজে এন্ট্রি, তার পর ধীরে ধীরে ভর্তির নিরিখে ডিপার্টমেন্টের প্রথম জন সুমিত কারকের সাথে এক টেবিলে প্রমোদদার ক্যান্টিনে চায়ের আড্ডায়। পড়াশোনা কম,আড্ডা বেশী। মাষ্টার ডিগ্রীতে ছেলে মেয়েরা ক্যান্টিনে বেশী যায় না!আমি ও সুমিত ব্যতিক্রম।
|
Gang Of Canteen Scholars |
|
Canteen prem |
কেমিস্ট্রি ডিপার্টমেন্টের মাষ্টার ডিগ্রীতে প্রথম বছরেই IC র CR। এরপর ঐ বছরই ডে স্কলার ও হোষ্টেলের বিবাদ দেখা দেয়। কেষ্টা, রাজকুমার সিনহা (DSO),নিলয়(PDSF) র পরিকল্পনা তে বোরিয়া মজুমদার কে হারিয়ে আমি হলাম ছাত্র ইউনিয়নের(১৯৯৮-৯৯) ভাইস প্রেসিডেন্ট, রাজেশ পান্ডে জি.এস।
|
Student union council 1998-99 |
পরের বছর অবশ্য IC র সব বিভেদ ভুলে ছাত্র ইউনিয়নে ভালো রেজাল্ট হয়।মিলু ও অনেক কিছু কাজ আমরা ভালো করেছিলাম।
|
Me in Milieu 1999 |
|
Milieu 1999 |
'ক্যান্টিন অনার্স' থাকলেও আমাদের ডিপার্টমেন্টের যোগাযোগ বেশ ভালো ছিল।নির্মাল্য, অর্জুন, পবিত্র আমাদের বিরোধী SFI থাকলেও আমাদের ডিপার্টমেন্টের একতা খারাপ ছিল না। কলেজের রাজনীতি কলেজে শেষ করে হোষ্টেলে আমরা এক।
|
Sumit's organic gang |
|
Fun with sumit |
|
Sumit's organic gang in my room |
হোষ্টেলের সরস্বতী পূজার ব্রাহ্মণ হয়েছিল SFI র নির্মাল্য।
|
Saraswati puja Hindu Hostel circa 2000 |
|
Puspanjali Saraswati puja circa 2000 |
দ্বিতীয় বছরে স্পেশাল পেপারের জন্য আলাদা হলেও আমাদের ঐ সময়ে বন্ডিং বেশ ভালো ছিল। আমাদের সেকেন্ড ইয়ারের ফিস্ট খুব ভালো হয়েছিল। আমার ল্যাব পার্টনার চিন্ময় পড়াশোনায় খুব সাহায্য করতো, এছাড়া প্রতিদিন আমার টিফিন নিয়ে আসতো।পার্থ আমাদের কাছে প্রেসিডেন্সির UG স্টুডেন্ট হওয়ায় odd man out র মতো ছিল।পার্থ, পিঙ্কি,বিশা,বাটা সেকেন্ড ইয়ারে সম্পর্কে এক অন্য কেমিস্ট্রি দেখা যায়।
|
Pabitra giving rasogolla to HOD |
|
MDG and HOD |
|
Respected teachers |
|
Respected Teachers |
|
SD Mam |
|
Respected Teachers |
|
Jhimli, Prodyut, Pinki,Sandip, Sharmistha & Biplab |
|
Mahila Mohol |
|
Me and my friends |
|
Organic Special |
|
Rooftop gossips |
|
Pradut, Arjun, Kaushik-da & Ashitanga |
|
Enjoy the moment |
|
Sandip & Pradut on Rooftop |
|
Me & Bishwanath on Rooftop |
|
Thumps Up Ad |
|
Rooftop shooting |
|
Busy in feast Jhimli Sen Gupta |
|
Sumit & Co. Roaring |
|
Sudip & Ritam cheering |
|
Rooftop Adda |
|
Serving food |
|
Gossip |
|
Rain inside classroom |
|
Distributing Thumps up👍 |
আজ কেউ নাসায়,কেউ পুনে, কেউ আফ্রিকা, কেউ গুজরাটে, কেউ ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, কেউ স্কুলে, কেউ কোম্পানির কাজে। বারে বারে ফিরে যেতে ইচ্ছে করে সেই কলেজ বেলার দিনে।
ক্রোমাটোগ্রাফি র প্রাকটিক্যাল ল্যাবে সম্রাজ্ঞী ম্যাডামের কথা মনে পড়ে-"হর, পড়াশোনা কর, জীবনে নিজেকে দাঁড়াতে হবে, তোমাকে অনেকে ব্যবহার করে নিচ্ছে।" দেখেছি, HOD,প্রিন্সিপ্যাল অনেক সময় অনেক কাজে আমার কাছে ছাত্র ছাত্রীদের মনোভাব জেনে নিয়ে কাজ করেছেন,ওয়েটিং লিস্টের ভর্তিতে মতামত জেনেছেন।
কলেজ শেষ, নেতাগিরি শেষ।এম.এস.সি র রেজাল্ট ২৮/০৯/২০০০, জীবনের অঙ্কটা একটুখানি বদলে দিল। ৫৫% না পাওয়ার কষ্ট নিয়ে হাতে থাকা মাষ্টারীতে চাকুরী,আজ মাষ্টারমশাই।
আমি আজও ক্লান্তিহীন।আজ প্রতিবাদ করতে গিয়ে থেমে যাই। স্মৃতি গুলো সামনে এলে মনে হয়,-"ফিরবো বললেই,ফেরা যায় না কি?"আমি আজও চাই সেই সুন্দর দেশ। আমার সে দেশ আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে আসবে।এই স্বপ্ন আজও দেখি। আসবে নতুন ভোর, নতুন ভালোবাসা। মানুষকে ভালোবাসতে না পারলে , "জীবনের ষোল আনাই ফাঁকি।"
Comments
Post a Comment