Posts

Showing posts from June 28, 2021

ম্যাসেজ

Image
  এই ফেসবুক ও হো.আ- র দৌলতে প্রতিদিন "শুভ সকাল" আমার হাইস্কুলের শিক্ষক মহাশয়(দীপঙ্কর বারিক)র কাছ থেকে পাই, ভালো লাগে।পুরানো দিনের শাসন, উপদেশ মনে পড়ে। স্কুলের এক ঘটনা বলতে গিয়ে ১২ ক্লাসে উনি বলেন,"বড় হয়ে কাজ করার সময়, বাইরের লোকের কাছে কলিগদের দুর্নাম করো না"... নিজের কর্ম ক্ষেত্রে এটা মেনে চলার চেষ্টা করি। এখন ২৪ ঘন্টা হাতে এই মুঠোফোন অস্ত্র টি থাকে। সকালে ঘুম ভাঙানো থেকে রাতের গুড নাইট, মাঝে পড়াশোনা, খাওয়া দাওয়ার জিনিস আনানো, প্রতিদিনের কাজ, ঔষধ আনানো সকল কাজের হেল্পার। কাউকে হেল্প করা থেকে নিজের মনকে চাঙ্গা করতে দীপেন ভূঁইয়া ও মেদিনীপুর ছাত্র সমাজের গল্প, বর্ধমান ফুডিস ক্ল্যাবে মুনমুন ম্যামের সামাজিক কাজ, ফেসবুক বন্ধুদের বিশেষ দিন উদযাপন ও অতীতের স্মৃতি চারণ, ছেলের বিদ্যালয়ের খবর,বউয়ের চাকরির সংবাদ থেকে আমার বিদ্যালয়ের নোটিশ , আবার খারাপ সংবাদ সকল কিছু জানান দেয় এই ফোন। আমার সারা দিনের পাগলামি চলে এই ফোনে।খাতার উপরের পাতায় লেখা আছে.. "Nobody owns the world.So feel free to EXPLORE IT." কত ভালোবাসার মানুষ কে হারিয়ে আমরা গভীর দুঃখে ও মনকষ