ম্যাসেজ

 



এই ফেসবুক ও হো.আ- র দৌলতে প্রতিদিন "শুভ সকাল" আমার হাইস্কুলের শিক্ষক মহাশয়(দীপঙ্কর বারিক)র কাছ থেকে পাই, ভালো লাগে।পুরানো দিনের শাসন, উপদেশ মনে পড়ে। স্কুলের এক ঘটনা বলতে গিয়ে ১২ ক্লাসে উনি বলেন,"বড় হয়ে কাজ করার সময়, বাইরের লোকের কাছে কলিগদের দুর্নাম করো না"... নিজের কর্ম ক্ষেত্রে এটা মেনে চলার চেষ্টা করি।
এখন ২৪ ঘন্টা হাতে এই মুঠোফোন অস্ত্র টি থাকে। সকালে ঘুম ভাঙানো থেকে রাতের গুড নাইট, মাঝে পড়াশোনা, খাওয়া দাওয়ার জিনিস আনানো, প্রতিদিনের কাজ, ঔষধ আনানো সকল কাজের হেল্পার। কাউকে হেল্প করা থেকে নিজের মনকে চাঙ্গা করতে দীপেন ভূঁইয়া ও মেদিনীপুর ছাত্র সমাজের গল্প, বর্ধমান ফুডিস ক্ল্যাবে মুনমুন ম্যামের সামাজিক কাজ, ফেসবুক বন্ধুদের বিশেষ দিন উদযাপন ও অতীতের স্মৃতি চারণ, ছেলের বিদ্যালয়ের খবর,বউয়ের চাকরির সংবাদ থেকে আমার বিদ্যালয়ের নোটিশ , আবার খারাপ সংবাদ সকল কিছু জানান দেয় এই ফোন। আমার সারা দিনের পাগলামি চলে এই ফোনে।খাতার উপরের পাতায় লেখা আছে.. "Nobody owns the world.So feel free to EXPLORE IT."

কত ভালোবাসার মানুষ কে হারিয়ে আমরা গভীর দুঃখে ও মনকষ্টে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছি। গতকাল ফেসবুকে এক জুনিয়র ওর ভালোবাসার মানুষের (গায়ক সুমন চট্টোপাধ্যায়)আরোগ্য কামনা করে লিখেছে,..."ওনার মৃত্যু ঘটেছে অনেক দিন, ওনার ধ্বংসাবশেষের আরোগ্য কামনা করি।"ভালো বাসার মানুষ কতটা ধোকা দিলে এ লেখাটি আসে।
আমি ধ্বংসাবশেষের অবশেষে রূপে বাঁচতে চাই না। আমি চাই নিজের বিবেকের কাছে স্বচ্ছ থেকে আমার সকল দেহের সলিল সমাধি হোক।অশান্ত মনে আজকের সকালের ফাঁকা সময়ে মুঠোফোনে কিছু কথা....

ভালো

ভালো হতে হবে, সফল হতে হবে,
সেরার সেরা-
হলেম আর কোথায়?
মা-বাবার স্বপ্নের মতো মানুষ হয় কয়জন,
দাদা দিদির স্বপ্নের সার্থক ভাই হতে পারে কয়জনে, বন্ধুদের কাছে ভালো বন্ধু হতে পারে কয়জনে,কলিগদের মনমতো  সফলতা অর্জন করতে পারে কয়জন,
ভালো স্বামী হতে গেলে তো অন্ধ ধৃতরাষ্ট্র হতে হবে,তা হ‌ওয়া সম্ভব নয়়!! ছাত্র ছাত্রীদের জন্য ভালো শিক্ষক হলাম কোথায়! পরিশেষে ছেলের কাছে ভালো বাবা হ‌ওয়া বেশ কষ্টকর।ভাগ্না ভাগ্নিদের কাছে ভালো মামা হ‌ওয়া বেশ চাপের। এরপর দাদু সাজবে, ভালো দাদু হ‌তে গেলে টাইম মেশিনে চাপা দরকার, সেখানেও জেনারেশন গ্যাপের সমস্যা।
এতো অসফলতার মাঝে ভাবনা ও কাজে মাথায় রাখতে হবে..... "ভালো মানুষ হতে হবে।" ইয়েস ম্যান হয়ে বেঁচে থাকার চেয়ে অনেক বেশী কার্যকর সত্যর সাথে বেঁচে থাকা।বৈচিত্র্যময় সম্পর্কে সকল সম্পর্ক ভালো রাখতে চাইলে প্রতিনিয়ত নতুন নতুন টানাপোড়েন শুরু হবে। নিজের বিবেকে বুদ্ধি দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে সততা বজায় রেখে কাজ করতে হবে। কেউ আনস্মার্ট, গেঁয়ো বলে টিটকারি করতে পারে।স্বধর্ম থেকে দূরে সরে যাওয়া চলবে না। আত্মসংযম বজায় রাখতে হবে।সমাজ কে অস্বীকার করে সমাজ পরিবর্তনের স্বপ্ন সফল হ‌ওয়া বেশ কষ্টকর।ধান্দাবাজী,শয়তানী করে লোক ঠকিয়ে IAS হবার চেয়ে সাধারণ মানুষ হ‌ওয়া বেশ ভালো। সামাজিক স্বীকৃতি যে সম্পর্কে থাকে
না,তা পরকীয়া,আইনের চোখে ইহা অপরাধ না হলেও দীর্ঘ সময় একে টেকানো যায় না।ধরা পড়লে দাদু থেকে নাতি সমস্ত জেনারেশন কালিমা লিপ্ত।কর্মে, সম্পর্কে বিফল হলেও মানবিক হতে হবে। মানবাধিকার কমিশনের দল পাঠিয়ে মানবিকতা ফিরিয়ে আনতে পারা যাবে না। জনগণের সুশিক্ষা ও দেশের মানুষের সু গর্ভরনেন্স দরকার।
মানবতার জয় হোক। "ছেলে আমার মস্ত বড়, মস্ত অফিসার".... হতে হবে না। ফিরে আসুক মনুষ্যত্ব।
"মানবিকতা"..."এক কাপ চায়ে আমি তোমাকে চাই।"

Comments

Popular posts from this blog

চরম সত্য

আমার প্রেসিডেন্সি