Posts

Showing posts from July 6, 2021

মৃত্যু ও হত্যা..

Image
 আত্মনির্ভরশীল দেশে দরকার আইনের শাসন,ও  আইনের শিকল.... চুরাশি বছর বয়স,আর কতদিন বাঁচবে? একটা মানুষ আর কতদিন বাঁচবে? সত্যি ই তো ! আসলে রাঁচীর এক অতি সাধারণ বাড়ী থেকে NIA হলিউড সিনেমার কায়দায় করোনা কালে এক রাষ্ট্রদ্রোহী কে ২০২০-র অক্টোবরে গ্রেফতার করে,UPA ধারায় মামলা দায়ের করে।এই ভয়ঙ্কর লোকটি কে বাঁচিয়ে রাখতে এত পয়সা সরকার জলে দেবে কেন? এসমস্ত লোক রাষ্ট্রের জন্য ভয়ানক।এরা খ্রীষ্ট ধর্ম নিয়ে আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে রাজনীতি করে। সনাতন হিন্দু ধর্মের জন্য এরা ভাইরাস। এদের আইনের শিকল বাঁধো,বিনা চিকিৎসায় ধীরে ধীরে মেরে ফেলতে হবে। সংশোধনাগারে সংশোধনের নামে নিধন কর্মসূচি অব্যাহত থাকবে।প্রথম শিকার ফাদার স্ট্যান স্বামী।এ একেবারে বোকা লোক। নামের মধ্যেই কেমন বিদেশী বিনিয়োগ।সত্যিই তো, আত্মনির্ভরশীল স্বদেশী ভারতে নাম টা পরিবর্তন করে নেওয়া উচিত ছিল। রাজার তোষামোদ না করলে পেয়াদারা কি রাজার বিরোধী হবে! বিচারপতির কি দোষ!!আইন তো কর্পোরেট লোকের জন্য প্রযোজ্য নয়।তাই ফাদার আসল গিনিপিগ, আইনের পরীক্ষায় ফাদারের মৃত্যু হলেও তা ফাদার বা আইনের হত্যা নয়, আইনের শাসন!! ভারতীয় রাজনীতিতে কমিউনিস্ট পার