চরম সত্য


"যখন তুমি সত্য কথা বলবার জন্য নিন্দা কর না,কেবল নিন্দা করবার জন্য সত্য কথা বল,তখন তোমার সে সত্য কথা নীতির বাজারে মিথ্যা কথার সমান দরেই প্রায় বিক্রি হবে।"......
তবে কি তুমি সত্য কথা বলা ছেড়ে দেবে?
অসত্য কাজে লিপ্ত লোকেদের থেকে দূরে থাকবে?
ভাবতে ভাবতে বেলা যে যায়! ,"ঠক বাঁচতে গাঁ উজাড় হবার জোগাড়!"
 করোনা আবহে ভোট, গননার পর এই বাংলায় আবার নতুন নাটক।রাজ্য সরকার বনাম রাজ্যপাল। দিল্লীতে রাজ্যপাল, নিজের জন্য,না এই বাংলার জনগণের জন্য। অবশ্য রাজ্যপাল এখন একমাত্র বিশ্বস্ত বিজেপি। অধিকারী বনাম রাজ্যপাল রাজনৈতিক ও অরাজনৈতিক সহবাস চলছে।এ বিষয়ে "আদা ব্যাপারী জাহাজের খবর না রাখাই ভালো।"
আমার মনে হয়, নেতাদের একটু মনে করাতে হবে"সব পেলে নষ্ট জীবন!"
বিরোধী কন্ঠস্বর ভেসে আসলে রাজনীতির চানক্য দের কানে বেসুরো বাজে,তাই নিরঙ্কুশ আধিপত্য বিস্তার করতে সচেষ্ট হয়। ভুলে যায় সম্পূর্ণ ভর্তি পাত্রের চলন সম্ভব নয়। অক্সিজেনের ও অভাব থাকে। সকল দলের হাইকমান্ডের মাথায় অক্সিজেন সরবরাহ কম থাকায় বিচক্ষণতার পরিচয় পাওয়া যায় না,মানুষের রায়ের সাথে পরকীয়া করতে পিছপা হয় না।মধ্যপ্রদেশের মতো আবার ভোট নিয়ে আইনগত ও সামাজিক স্বীকৃতি দিয়ে হিসেব ঠিক করে নেবে,এটাই এখন নিয়ম। শাসকের চরিত্রের উন্নতি না হলে,এই দল ভাঙানোর খেলা চলবে। মচকাবে তবু ভাঙবে না। গনতন্ত্রের উৎসবে পরাজয় পরাজয় নয়,"স্ট্রাটেজী ফেল।"আসলে সব রাজনৈতিক দল আজ কোম্পানি!একদল মানসিক ভাবে কোম্পানি, অন্যজন শারীরিক গঠনে কোম্পানি।সব দলের মালিক ও মালিকানা বংশপরম্পরায় চলবে,যদি প্রদীপ দেওয়ার পারিবারিক লোকের অভাব না ঘটে। রাজার ছেলে রাজা হবে, এতো পুরাকালের কথা।এই মেঘলা আবহাওয়া তে গেয়ে চলি...
"আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে .."
এটা চরম সত্য, চরম উষ্ণতার মতো,একে রিচ করাe যায় না।
হরপ্রসাদ
বর্ধমান
১৬/০৬/২০২১











Comments